আগরপাড়া : ট্রেনে মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল এক ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে আগরপাড়া রেলস্টেশনের। আহত অবস্থায় ওই ছিনতাইবাজকে বারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ছিনতাইবাজের পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, সোমবার বিকেলে শিয়ালদহ মেইন শাখার রানাঘাট লোকালে এক ছিনতাইবাজ সুযোগ বুঝে এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে।
এরপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের লাইনের উপর পড়ে যায়। নিত্যযাত্রীরা তাকে উদ্ধার করে রেলপুলিশের হাতে তুলে দেন।রেলপুলিশ তাকে বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন