চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে - Aaj Bikel
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে

Share This

কলকাতা  : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃতু্যর অভিযোগে উত্তেজনা ছড়ালো চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে। ভাঙচুর ও চিকিৎসকদের মারধর করার অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জানা গেছে, এদিন দুপুর টালিগঞ্জের বাসিন্দা গোপাল কয়ালকে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, প্রায় আড়াইটে পর্যন্ত তাঁকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। এর ফলেই তাঁর মৃত্যু হয়। এরপরই হাসপাতালে চড়াও হয় রোগীর আত্মীয়রা। ভাঙচুর চালানো হয় হাসপাতালে। চিকিৎসকদের সঙ্গে চলে ধাক্কাধাক্কি। জানা গেছে, প্রতীক শিট নামে এক জুনিয়র ডাক্তারকে মারধর কার হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও হাসপাতালে চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ।

কোন মন্তব্য নেই: