আগরতলায় প্রকাশ্যে দেড় লক্ষ টাকার ব্যাগ ছিনতাই - Aaj Bikel
আগরতলায় প্রকাশ্যে দেড় লক্ষ টাকার ব্যাগ ছিনতাই

আগরতলায় প্রকাশ্যে দেড় লক্ষ টাকার ব্যাগ ছিনতাই

Share This


আগরতলা  :  রাজধানী আগরতলায় ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো ছিনতাই বাজদের টিকির নাগালও পায়নি।

সোমবার দুপুরে রাজধানীর মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের পেছনের রাস্তা ধরে কলেজটিলা থেকে রেন্ট্রাস কলোনির দিকে যাওয়ার পথে বিদ্যাসাগর সেতু থেকে ছিনতাইবাজরা জনৈক সমীর দেবনাথের হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। সমীর দেবনাথ চিৎকার করতে থাকলেও টাকার ব্যাগ নিয়ে ছিনতাইবাজরা বিপরীত দিকের রাস্তা ধরে পালিয়ে যায়।

অনেকেই ঝাঁপটা-ঝাঁপটি প্রত্যক্ষও করেছেন। কিন্তু কিছু বুঝে উঠার আগেই তারা পালিয়ে যায়। এর পর চিৎকার শুনে স্থানীয় জনগণ এবং পথ চলতি সাধারণ মানুষ ছুটে এলেও কোন কাজ হয়নি।
ছিনতাইবাজরা ততক্ষণে নিরাপদ দূরত্বে চলে যেতে সক্ষম হয়। পরে সমীর দেবনাথ কলেজটিলা পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে পুলিশ জানিয়েছে, ছিনতাইবাজদের চিনতে পারেননি অভিযোগকারী। ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা ছিল। তবে অভিযোগকারী সমীর দেবনাথ ছিনতাইবাজদের বিষয়ে কোন তথ্য় দিতে পারেননি। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা এখনও সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই: