কলকাতা: মঙ্গলবার বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের মঞ্চ থেকে নিজের দলের কর্মীদেরই হুশিয়ারী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সরাসরি বলেন,‘রাজ্যে বিনিয়োগে কোনও বাধা মানব না । বিনিয়োগে বাধা দিলে দলকেও রেয়াত করি না৷’
সারা ভারতে শিল্পপতিদের কাছে তৃণমূলের কর্মীদের তোলাবাজির জন্য বাংলার বদনাম আছে। অনেকেই মনে করেন এখানে কোনও কারখানা বা ব্যবসা করা সিন্ডিকেট রাজের জন্য অসম্ভব৷ তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন,‘রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। বেঙ্গল মিনস বিজনেস, আর বিজনেস বানে মজবুতি। বাংলা অত্যন্ত শিল্পবান্ধব রাজ্য। যখন দেখি আমার রাজ্যে কোনও শিল্পপতি কাজে বাধা পাচ্ছেন, তখন আমার খারাপ লাগে। আমরা এই রাজ্যে কোনও বেআইনি কাজ বরদাস্ত করব না৷ কোথাও কোনও অসুবিধা হলে আমার সঙ্গে কথা বলুন। এখানে কোনও বাধা নেই, পক্ষপাত নেই।’
শিল্পপতিদের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘বাংলাকে নিজের বাড়ি ভাবুন। আপনারা বাংলায় আসুন । রাজ্যে ১২ হাজার কিমি রাস্তা হয়েছে । কৃষি ও শিল্প দুটোই সমান জরুরি । সবরকম সাহায্য করবে সরকার । যত লগ্নি আসবে, কর্মসংস্থান বাড়বে । রাজ্যে এখন বিদ্যুৎ উদ্বৃত্ত। এখানে কোনও হুমকি, হুঁশিয়ারি নেই। নিশ্চিন্তে বিনিয়োগ করুন বাংলায়। গ্রামীণ উন্নয়নে বাংলা প্রথম স্থানে। স্বচ্ছতার দিক থেকেও বাংলা প্রথম স্থানে। রাজনৈতিক দিক থেকেও বাংলা অনেক মজবুত। ৬ বছরে প্রায় ৮১ লক্ষ কর্মসংস্থান। ইস্পাতক্ষেত্র, ই-গভর্ন্যান্সে বাংলা প্রথম স্থানে। প্রতিবেশী রাজ্যের সঙ্গে যোগাযোগ ভাল, বাংলা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার, অন্য রাজ্যের থেকে এগিয়ে বাংলা।’
তিনি আরও বলেন, ‘সব বাধা দূর করে বাংলা এখন এক নম্বরে। ক্ষুদ্র মাঝারি শিল্পে, ইস্পাতক্ষেত্রে বাংলা প্রথমস্থানে । শিল্পায়নে পাশে রয়েছে রাজ্যের যুবসমাজ । পরিকাঠামোর বিপুল বিনিয়োগ হয়েছে । গত ৬ বছরে রাজ্যে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে । রাজ্য বিনিয়োগ হলে কর্মসংস্থান আরও বাড়বে । রাজ্যে বিনিয়োগে দেশের বড় অংশ উপকৃত হবে । শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে আমরাই অগ্রণী । এক ঝাঁক শিল্পপতির মাঝে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘আপনারা পাশে থাকুন । দূর ভবিষ্যতে বাংলা সব ক্ষেত্রেই পয়লা নম্বর হবে৷’
মঙ্গলবার বাংলায় শিল্পের অগ্রগতির প্রশংসা করতে গিয়ে লক্ষ্মী মিত্তল বলেন,‘রাজ্যে শিল্পে অনুকূল পরিবেশ রয়েছে । মমতা দিদির নেতৃত্বে বাংলা যেভাবে এগিয়ে চলছে, তাতে গোটা বিশ্ব বাংলাকে স্বীকৃতি দিচ্ছে । বাংলায় সব ক্ষেত্রেই সম্ভাবনার পথ খোলা রয়েছে। সবসময়ই বাংলা থেকে শিল্পক্ষেত্রে সহযোগিতা মিলেছে । উত্পাদন থেকে পরিকাঠামো, সব ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য । পশ্চিমবঙ্গে শিল্পে অনুকূল পরিবেশ রয়েছে, তা একবাক্য স্বীকার করতে হয় । এদিনের বিশ্ববঙ্গ সম্মেলনে উপস্থিত ছিলেন চিন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া জার্মানি, ইতালি, পোল্যান্ডের প্রতিনিধিরা। Read More: https://e-aajbikel.blogspot.in
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন