হজ যাত্রায় ভর্তুকি তুলে নিয়ে ঠিক করল কেন্দ্র? কী বলছে তৃণমূল-সিপিএম-কংগ্রেস? জানান মতামত - Aaj Bikel
হজ যাত্রায় ভর্তুকি তুলে নিয়ে ঠিক করল কেন্দ্র? কী বলছে তৃণমূল-সিপিএম-কংগ্রেস? জানান মতামত

হজ যাত্রায় ভর্তুকি তুলে নিয়ে ঠিক করল কেন্দ্র? কী বলছে তৃণমূল-সিপিএম-কংগ্রেস? জানান মতামত

Share This

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হজযাত্রীদের ভর্তুকি প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। এ বছর থেকেই হজযাত্রায় অার ভর্তুকি পাবেন না মুসলিমরা। এদিকে কেন্দ্রীয় মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে হজে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিপিএম। মঙ্গলবার হজযাত্রীদের ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নাকভি।

কেন্দ্রে এনডিএ ক্ষমতায় আসার বছর দুয়েক আগেই হজে ভর্তুকি প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০১২ সালে কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, ২০২২ সালের মধ্যে ধাপে ধাপে হজযাত্রীদের ভর্তুকি প্রত্যাহার করে নিতে হবে। গত বছরের মে মাসে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করেছিল কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক। মুসলিমদের কাছে পবিত্র তীর্থস্থান সৌদি আরবের মক্কা শহর। মুসলিম সমাজে মক্কায় তীর্থ করতে যাওয়ার রেওয়াজ বহুদিনের। এই রীতি বা রেওয়াজই হজযাত্রা নামে পরিচিত। এখন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রকের অনুমতি সাপেক্ষে হজযাত্রা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। স্বাধীনতার পর থেকে এই হজযাত্রার জন্য ইসলাম ধর্মালম্বীদের ভর্তুকিও দিত কেন্দ্রীয় সরকার।

এদিন এই ঘোষণার পর কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন, তোষণ ছাড়াই কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের উন্নয়ন করতে চায়। হজযাত্রায় ভর্তুকি টাকায় সংখ্যালঘুদের বিশেষ মহিলাদের শিক্ষার জন্য ব্যয় করা হবে। তাই হজে ভর্তুকি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভর্তুকির টাকায় সংখ্যালঘুদের বিশেষ করে মহিলাদের শিক্ষায় খরচ করা হবে। জানা গিয়েছে, এই ভর্তুকি প্রত্যাহার ফলে ৭০০ কোটি টাকা বাঁচবে কেন্দ্রীয় সরকারের।

কেন্দ্রের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া বিরোধী শিবিরে। তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বলেন, কেন্দ্রীয় সরকারের ভর্তুকির টাকায় হজ করতে যান বহু গরিব ধর্মপ্রাণ মুসলিম। ভর্তুকি বন্ধ হয়ে গেলে, বিপদে পড়বেন তাঁরা। যদিও হজে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।
নীচে কমেন্ট করে জানান আপনার মতামত 

কোন মন্তব্য নেই: