কলকাতা: বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত আট মাসের প্রায় ২৮.৪৮ কোটি টাকা আদায় করল দক্ষিণ পূর্ব রেল৷
দক্ষিণ পূর্ব রেল সূত্র খবর, গত এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টানা অভিযানে প্রায়ে ৫ লক্ষ ৪২ হাজার বিনা টিকেটের যাত্রী পাকরাও করে রেল৷ অভিযান চালিয়ে দক্ষিণ পূর্ব রেল যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ ২৮.৪৮ কোটি টাকা আদায় করে বলেও জানা গিয়ছে৷ যা কিনা ২০১৬ সালের তুলনায় ১৮.৬ শতাংশ বেশি৷
আরও জানা গিয়েছে, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত চলা ওই বিশেষ অভিযানেই তারা ৫লক্ষ ৫৫হাজার দাবিহীন দ্রব্যও বাজেয়াপ্ত করে বিভিন্ন স্টেশন থেকে৷ সেখান থেকে আরও ৩.৫১ কোটি টাকা আয় হয়েছে রেলের৷ Read More: https://e-aajbike.blogspot.in
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন