আইসিসি’র নিয়ম ভাঙায় শাস্তির মুখে কোহলি - Aaj Bikel
আইসিসি’র নিয়ম ভাঙায় শাস্তির মুখে কোহলি

আইসিসি’র নিয়ম ভাঙায় শাস্তির মুখে কোহলি

Share This

সেঞ্চুরিয়ন  : সুপারস্পোর্ট পার্কের তৃতীয় দিনে খেলায় সময় অান্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র নিয়ম ভাঙায় শাস্তির মুখে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ দ্বিতীয় টেস্টে তাঁর ম্যাচ ফি’র পঁচিশ শতাংশ কেটে নিতে চলেছে আইসিসি৷

তৃতীয় দিনের ফাইনাল সেশনে বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে৷ ফের খেলা শুরু হলে আউটফিল্ড ভিজে থাকায় ফিল্ডিং করতে সমস্যায় পড়ে ভারত৷ বল গ্রিপ করতে সমস্যায় পড়েন অশ্বিন-বুমরাহরা৷ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২৫ তম ওভারের সময় এই সমস্যার কথাই আম্পায়ারকে বারবার জানাতে থাকেন কোহলি৷ আম্পায়ার কোহলির কথায় সেভাবে গুরুত্ব না দিলে মাটিতে বল ছুঁড়ে রাগের বহিঃপ্রকাশ করেন বিরাট৷

আইসিসি’র ২.১.১ আইন অনুয়ায়ী কোহলির এই আচরণ ক্রিকেটের স্পিরিট বিরোধী৷ ফলে শাস্তির মুখে পড়তে হল কোহলিকে৷ দ্বিতীয় টেস্টের বিরাটের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নিতে চলেছ আইসিসি৷

কোন মন্তব্য নেই: