হাসপাতাল থেকে শিশু নিয়ে পালাল এক মহিলা, চাঞ্চল্য শিলিগুড়িতে - Aaj Bikel
হাসপাতাল থেকে শিশু নিয়ে পালাল এক মহিলা, চাঞ্চল্য শিলিগুড়িতে

হাসপাতাল থেকে শিশু নিয়ে পালাল এক মহিলা, চাঞ্চল্য শিলিগুড়িতে

Share This





শিলিগুড়ি : শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে কোলের এক শিশুকে নিয়ে পালাল এক মহিলা। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী এবং হাসপাতালে ভর্তি হওয়া গর্ভবতী মহিলাদের মধ্যে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শিলিগুড়ির বাসিন্দা সোমা সরকার তার এক মাসের পুত্র সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন ডাক্তার দেখাতে। সেখানে অন্য এক আত্মীয়ের কাছে শিশুটিকে দেখতে দেন তিনি। অভিযোগ, তাঁদেরই এক পরিচিত মহিলা হাসপাতালে আসে। তিনি ওই শিশুটিকে কোলে নেন। কোলে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকেন। একসময় সুযোগ বুঝে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ওই মহিলার খোঁজ শুরু করলেও তাকে পাওয়া যায়নি।

এরপরই গোটা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তকারীদের সোমা সরকার জানিয়েছেন, ‘আমি ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলাম ডাক্তার দেখাতে। আমার এক আত্মীয়ের কাছে শিশু সন্তানকে দিয়ে ডাক্তারের খোঁজ নিতে যায়। এসে দেখি আমরা বাচ্চা নেই। এক মহিলা বাচ্চাটিকে দেখবে বলে কোলে নিয়ে পালিয়ে গিয়েছে|’ এদিকে পুলিশ সূত্রের খবর, যিনি শিশুটি নিয়ে গেছেন তিনি তাদের পূর্ব পরিচিত। তবে কেন নিয়ে গেছে শিশুটিকে তা বোঝা যাচ্ছে না। ওই মহিলার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে, ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে। প্রসঙ্গত, হাসপাতালে অনেক গর্ভবতী মহিলারা ভর্তি রয়েছেন। কারও গর্ভপাত হবে এদিন বা কয়েকদিন পরে। তাঁরা রীতিমত বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীর পরিবার–পরিজনেরাও।

কোন মন্তব্য নেই: