ল্যারি নাসারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আরও এক সোনাজয়ী অলিম্পিয়ানের - Aaj Bikel
ল্যারি নাসারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আরও এক সোনাজয়ী অলিম্পিয়ানের

ল্যারি নাসারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আরও এক সোনাজয়ী অলিম্পিয়ানের

Share This


ওয়াশিংটন  : যৌন হেনস্থার অভিযোগ তুললেন অলিম্পিক চ্যাম্পিয়ন সাইমন বাইলস। সম্প্রতি তিনি এই খবর প্রকাশ্যে আনেন। অামেরিকা টিমের প্রাক্তন জিমন্যাস্টিক চিকিৎসক ল্যারি নাসার তাঁকে যৌন হেনস্থা করেন বলেও জানান তিনি। ২০১৬ রিও অলিম্পিকে দলগত, অল রাউন্ড, ভল্ট ও ফ্লর এক্সারসাইজ়ে সোনা জিতেছিলেন সাইমন৷

যৌন নিগ্রেহের অভিযোগে ডিসেম্বরে ৬০ বছর জেল হেফাজতের শাস্তি হয়েছে ল্যারি নাসারের৷ মার্কিন মহিলা জিমন্যাস্ট দলের প্রাক্তন চিকিৎসকের আরও এক কুকীর্তি প্রকাশ্যে এল এবার৷ টুইটারে ‘মি টু’ লিখে ঐ চিকিৎসকের যৌন নিগ্রহের ঘটনার কথা প্রকাশ করেন সাইমন৷ উল্লেখ্য অভিযুক্ত চিকিৎসক ল্যারি নাসার তিন দশকেও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের মহিলা জিমন্যাস্ট দলের মুখ্য চিকিৎসকের পদে ছিলেন৷ এখনও পর্যন্ত তাঁর নামে ২০ টি যৌন নিগ্রহের মামলা রয়েছে৷

কোন মন্তব্য নেই: