ডিএ মামলা: হাইকোর্টের চার প্রশ্নের ব্যাক-ফুটে রাজ্য - Aaj Bikel
ডিএ মামলা: হাইকোর্টের চার প্রশ্নের ব্যাক-ফুটে রাজ্য

ডিএ মামলা: হাইকোর্টের চার প্রশ্নের ব্যাক-ফুটে রাজ্য

Share This


ফের পিছল ডিএ মামলার শুনানি৷ রাজ্যের আর্জি মেনে বুধবার বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখ ববি শরাফের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে ডিএ মামলা৷ তবে, মামলা থেকে ২৪ ঘণ্টার জন্য অব্যাহতি মিললেও আদালতের চার প্রশ্নে বেশ অস্বস্তিতে রাজ্য সরকার৷ 

আজ মামলার শুনানিতে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের কাছে চারটি প্রশ্নের জবাব তলব করে কলকাতা হাইকোর্ট৷ মহার্ঘ ভাতা কি সরকারি কর্মীদের আইনি অধিকার? শেষ কবে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে? কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক কত? রাজ্য কি নিয়ম মেনে মহার্ঘ ভাতার হার ঠিক করছে? আদালতের চার প্রশ্নে জর্জরিত রাজ্য৷ 
মঙ্গলবারই ডিএ মামলায় রাজ্যের আপত্তি উড়িয়ে বকেয়া টাকার পরিমাণ জানিয়ে বিস্তারিত রিপোর্ট পেশের নির্দেশ দিল কলকাতা হাইতকোর্ট৷ আদালত সূত্রে খবর, এদিন মামলার শুনানিতে আদালতের তরফে রাজ্য সরকারি কর্মচারীদের কত মহার্ঘ ভাতা বা ডিএ বকেয়া আছে, কত কিস্তি ডিএ কবে থেকে বকেয়া রয়েছে, তা বিস্তারিত ভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়৷
বকেয়া ডিএ মেটানোর দাবি জানিয়ে স্যাট বা রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মীদের দু’টি সংগঠন৷ গত বছর ফেব্রুয়ারিতে স্যাট জানিয়ে দেয়, ডিএ পাওয়াটা কর্মীদের কোনও অধিকার নয়৷ সেটা দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপরে নির্ভর করে৷ স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল মামলা করে দুই সংগঠন৷  সেই মামলা ওঠে বিচারপতি করগুপ্তের ডিভিশন বেঞ্চে৷ 
এ দিন মামলার শুনানিতে কর্মী সংগঠন দু’টির কৌঁসুলি সর্দার আমজাদ আলি আদালতে জানান, কেন্দ্রীয় সরকার যে-হারে তাদের কর্মীদের ডিএ দেয়, সেই হারে রাজ্যেরও ডিএ দেওয়ার কথা৷ কিন্তু তা মিলছে না৷ ডিভিশন বেঞ্চ তা শুনে বকেয়া ডিএ কবে থেকে পাওনা, কত কিস্তির টাকা বাকি ইত্যাদি খুঁটিনাটি জানতে চায়৷ 

কোন মন্তব্য নেই: