পলাশি : নদিয়ার পলাশিতে বিজেপি যুব মোর্চার বাইক মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির এক মহিলা কর্মী সহ আহত দু’জন।
কলকাতা থেকে কৃষ্ণনগর আসে যুব মোর্চার বাইক মিছিল। মঙ্গলবার কৃষ্ণনগর থেকে মিছিল মুর্শিদাবাদের দিকে রওনা দেয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে পলাশি যাওয়ার পথে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে ছিল তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের দেখে কালো পতাকা দেখানো হয়। স্লোগান ওঠে, “দিলীপ ঘোষ দূর হটো,” “বাংলায় অশান্তি ছড়ানোর চলবে না।” বিজেপি নেতৃত্বের অভিযোগ, লাঠি নিয়ে কর্মীদের উপর হামলাও হয়। দু’জন আক্রান্ত। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে অবশ্য মিছিল রওনা দেয়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন