চণ্ডীগড় : গুজরাট, রাজস্থানের পরে পদ্মাবত সিনেমা প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করল হরিয়ানা সরকার। মঙ্গলবার হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বলেন, ‘রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে তিনি বলেন রাজ্যের আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে পদ্মাবত রাজ্যে নিষিদ্ধ করা উচিত।‘ স্বাস্থ্যমন্ত্রীর এই প্রস্তাবকে মেনে নিয়েছে ক্যাবিনেট।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে পদ্মাবত। সিনেমাটি অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, শাহিদ কাপুর, রনবীর সিং। এর আগে পয়লা ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি কিন্তু রাজস্থানের রাজপুত সংগঠন কার্নি সেনাসহ একাধিক সংগঠন সিনেমাটির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। রাজপুত সংগঠনগুলি দাবি করতে থাকে সিনেমাটিতে রানি পদ্বিনীর চরিত্রকে বিকৃত ভাবে দেখানো হয়েছে। পরে সিনেমাটির একাধিক দৃশ্য বাদ দিয়ে এবং নাম পরিবর্তন করে আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে চলেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন