গুয়াহাটি : উজান অসমে দু’টি সদ্যোজাত এবং গুয়াহাটি মহানগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ| এছাড়াও সোনাপুরে এক ব্যক্তির সংজ্ঞাহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে| মহানগরের কামাখ্যায় বংশীবাগানে এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি একটি ঝুপড়ির বাইরে উদ্ধার হয়েছে।
স্থানীয় জনতা অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ দেখে খবর দেন জালুকবাড়ি থানায়। পুলিশের একটি দল গিয়ে মৃতদেহটি পরীক্ষা-নিরীক্ষা করে থানায় নিয়ে আসেন। এখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে দেহটি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ময়না তদন্তের জন্য। প্রাথমিক তদন্তে যুবককে খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে বলে মনে করছে পুলিশ। এদিকে গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরের যোগদলে সংজ্ঞাহীন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তিকে গোয়ালপাড়ার জনৈক বিদ্যুৎ কলিতা বলে শনাক্ত করা হয়েছে। অসুস্থ বিদ্যুৎ কলিতা স্টার সিমেন্ট কোম্পানি মালিকানাধীন ট্ৰাকের খালাসি। গাড়ি চোর চক্রের কবলে তিনি পড়েছিলেন বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয় মানুষজন।
অন্যদিকে উজান অসমের তিনসুকিয়া জেলার শদিয়া সুমনিপথারে (সুমনি ময়দান) দু’টি যমজ সদ্যোজাতর মৃতদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনও কুমারী মা লোকলজ্জা থেকে রেহাই পেতে এভাবে তার নবজাতকদের মাঠে ফেলে গেছেন। মৃতদেহের পাশে সরকারি হাসপাতালের অ্যাপ্রোন ও কাপড় উদ্ধার হয়েছে। এ ঘটনার সঙ্গে সরকারি হাসপাতালের কোনও চিকিৎসাকর্মী জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন প্রত্যক্ষদর্শীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন