হোজাই : জঙ্গলে তাদের বাসস্থানের অভাব। খাদ্য সংকটও চূড়ান্ত। তাই প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে লোকালয়ে। এখানে এসে সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ে মানুষের সঙ্গে। তারা বুনো হাতি। গত মাস-দুয়েক ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতি-মানুষের সংঘাতজনিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
জানা গেছে, ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যুবরণ করেছে এক বুনো হাতি। এবার মধ্য অসমের হোজাইয়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।সোমবার রাতে হোজাই জেলার হাওয়াইপুরের বাসিন্দা বীরেন্দ্ৰ চৌহানের বসতঘরে হামলা চালিয়েছিল বুনো হাতির দল। ঘরের ভিতর মজুত খাদ্যদ্রব্য সাবাড় করা ছিল তাদের উদ্দেশ্য। ঘর ভাঙতে গেলে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে এক হাতির উপর। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যুবরণ করেছে হাতিটি। ইত্যবসরে গ্রামের কয়েকটি বসতঘর ভেঙে তছনছ করে দিয়েছে বুনো হাতির দল।
এদিকে, গোয়ালপাড়া জেলার রংজুলি এলাকার গরুছটকায়ও বুনো হাতির ত্রাস সমানে চলছে। হাতি এক বিশাল দল গ্রামে ঢুকে চারটি পরিবারের বসতঘর ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েছে। ভাগ্য বলে হাতির হামলা থেকে রক্ষা পেয়েছেন পীড়িত পরিবারের মানুষ। বহুদিন ধরে অঞ্চলে বুনো হাতির দল হামলা চালিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলে দিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন