বাঁকুড়া : গুজরাটের দাদরা ও নগর হাভেলিতে ঠিকা শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল রাজ্যের এক শ্রমিকের। মৃত ব্যক্তির নাম পদ্মলোচন মল্ল। বাড়ি বাঁকুড়ার পাত্রসায়ের থানার ভালুকা গ্রামে। তিনি।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ তার মৃত্যু অস্বাভাবিক। দাদরা পুলিশের তরফে জানানো হয়েছে, হার্ট অ্যাটাকে কারণে মৃত্যু হয়েছে। তবে দাদার মৃত্যুতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে চিঠি লিখে আবেদন করেছেন মৃতের ভাই। আবেদন করেছে তদন্তেরও। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে স্থানীয় বিধায়ক, সাংসদ ও জেলা পুলিশ সুপারকেও।
চিঠিতে মৃতার ভাই নীলু মল্ল লিখেছেন, তার দাদা দুবছর আগে দাদরা নগর হাভেলির শিলবাসা পৌরসভা এলাকায় ঠিকা শ্রমিকের কাজ করতে যায়। মাঝে একবার বাড়ি এসেছিলেন তাঁর দাদা। ছুটি কাটিয়ে ফের নিজের কাজে ফিরে যায়। সোমবার সকালে গুজরাত থেকে পরিবারের কাছে ফোন আসে। বলা হয়, পদ্মলোচনবাবুর মৃত্যু হয়েছে। এরপরই ভেঙে পড়ে পরিবার। কিছুদিন আগে ভিনরাজ্যে কাজের সন্ধানে যাওয়া রাজ্যের শ্রমিকদের ডাক দেন মুখ্যমন্ত্রী। সেই ডাকে সাড়া দিয়ে বেশ কিছু শ্রমিক বাড়ি ফিরে এসেছেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে পুরো ঘটনা জানার জন্য আবেদন করেছে পরিবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন