মুজফফরপুর : মুজফফরপুরের সাহেবগঞ্জ থেকে খেপডিপাকর গ্রামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারা একটি গাড়ি। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে মুজফফরপুর জেলার মোতিহারি-পাটনার ৭৪ নম্বর রাজ্য সড়কে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে এসে পৌছয় পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকি চার জনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রাথিক তদন্তে দাবি করা হয় যে অতিরিক্ত জোরে গাড়িটি চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মারে। কিন্তু তবুও তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন