মাউন্ট মাউনগানুই : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা৷
টসে জিতে পাপুয়া নিউ গিনিকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক পৃথ্বী শ৷ অনুকূল রায়, শিবম মাভিদের দুরন্ত বোলিংয়ের সুবাদে ২১.৫ ওভারে পিএনজিকে মাত্র ৬৪ রানে অলআউট করে দেয় ভারত৷ পিএনজি-র মাত্র তিনজন ব্যাটসম্যান দু’অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন৷ পাঁচজন ব্যাটসম্যান খাতা খুলতেই পারেননি৷ সর্বোচ্চ ১৫ রান করেন ওভিয়া স্যাম৷ বাঁ-হাতি স্পিনার অনুকূল ১৪ রানের বিনিময়ে একাই নেন পাঁচটি উইকেট৷ দু’টি উইকেট নিয়েছেন শিবম৷ একটি করে উইকেট দখল করেছেন কমলেশ নাগারকোটি ও অর্শদীপ সিং৷
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮ ওভারে বিনা উইকেটে ৬৭ রান তুলে ম্যাচ জিতে নেন পৃথ্বীরা৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিশ্চিত শতরান হাতছাড়া করা পৃথ্বী দ্বিতীয় ম্যাচেও হাফসেঞ্চুরি করেন৷ অজিদের বিরুদ্ধে ৯৪ রানে আউট হয়েছিলেন ডান-হাতি মুম্বইকর৷ পিএনজি-র বিরুদ্ধে পৃথ্বী অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৭ রান করে৷ গোটা ইনিংসে ১২ টি বাউন্ডারি মেরেছেন তিনি৷ পিএনজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ভারত অাগামী ১৯ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচ খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে৷এর অাগে অস্ট্রেলিয়াকে ১০০ রানের ব্যবধানে পরাজিত করেছিল ভারত৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন