হ্যামস্ট্রিংয়ের চোট, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋদ্ধিমান - Aaj Bikel
হ্যামস্ট্রিংয়ের চোট, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋদ্ধিমান

হ্যামস্ট্রিংয়ের চোট, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋদ্ধিমান

Share This


সেঞ্চুরিয়ন  : হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা৷ গত ১১ জানুয়ারি অনুশীলনে চোট পেয়েছিলেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটসম্যান৷ ফলে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি তিনি৷ তাঁর জায়গায় উইকেটকিপারের গ্লাভস হাতে তোলেন পার্থিব প্যাটেল৷ তৃতীয় টেস্টের আগে ঋদ্ধির সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় তার পরিবর্ত হিসেবে দীনেশ কার্তিককে তৃতীয় টেস্টের দলে ঢুকিয়ে দেন জাতীয় নির্বাচকরা৷ তৃতীয় টেস্টে ঋদ্ধিমান সাহার পরিবর্তে টিমে যোগ দিচ্ছেন দীনেশ কার্তিক।

 মঙ্গলবার একথা ঘোষণা করল ভারতীয় বোর্ড বিসিসিঅাই। এক বিবৃতি দিয়ে বলেছে, “ঋদ্ধির পরিবর্তে তৃতীয় ও শেষ টেস্টে টিমের উইকেটকিপার হিসেবে খেলবেন দীনেশ কার্তিক। তৃতীয় টেস্টের আগে টিমে যোগ দেবেন তিনি।” দ্বিতীয় টেস্টের আগে চোট পান ঋদ্ধি। দ্বিতীয় টেস্টে টিমে ঋদ্ধির বদলে খেলছেন পার্থিব প্যাটেল। তৃতীয় টেস্টে টিমের সঙ্গে যোগ দেবেন দীনেশ কার্তিক।

কোন মন্তব্য নেই: