এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন, তুমুল আতঙ্ক - Aaj Bikel
এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন, তুমুল আতঙ্ক

এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন, তুমুল আতঙ্ক

Share This


এগরা  : মহিলা ও প্রসূতি বিভাগে আগুন লেগে আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালে| সোমবার রাতে এগরা মহকুমা হাসপাতালের মহিলা ও প্রসূতি বিভাগে আচমকা আগুন লাগে| মুহূর্তের মধ্যে হাসপাতালের দোতলা ধোঁয়ায় ঢেকে যায়| অগ্নিকাণ্ডের সময় প্রসূতি বিভাগে সদ্যোজাতরা থাকায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনরা| হাসপাতালে বাইরে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়| তবে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে হাসপাতালে চত্বরে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন| দমকল কর্মীদের ঘন্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন|

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার রাতে এগরা মহকুমা হাসপাতালের মহিলা ও প্রসূতি বিভাগে আচমকা আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের দোতলা ধোঁয়ায় ঢেকে যায়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে হাসপাতাল চত্বরে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন| দমকল কর্মীদের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| পরে হাসপাতালে আসেন এগরার মহকুমা শাসক রজতকান্তি বিশ্বাস| কিছুক্ষণ পরে হাসপাতালে আসেন এগরা মহকুমা হাসপাতালের সুপার গোপাল গুপ্তা| হাসপাতালে সুপারকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন রোগী ও তাঁদের পরিজনরা| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন কীভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে| তবে, আবর্জনায় কারও ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলেও অনেকে মনে করছেন|

কোন মন্তব্য নেই: