মানসিক অবসাদের জেরে আত্মঘাতী প্রৌঢ় - Aaj Bikel
মানসিক অবসাদের জেরে আত্মঘাতী প্রৌঢ়

মানসিক অবসাদের জেরে আত্মঘাতী প্রৌঢ়

Share This


বিষ্ণুপুর  : দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সুলতানগঞ্জে ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ শোধ করতে না পেরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন প্রৌঢ়। মৃত প্রৌঢ়ের নাম ইসরাফির মোল্লা (‌৫৫)‌। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি খালপাড় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

জানা গেছে, সম্প্রতি বন্ধন ব্যাঙ্ক থেকে ওই প্রৌঢ় ২৫ হাজার টাকা ঋণ করেছিলেন। কিন্তু সময় মতো ঋণ শোধ করতে পারেননি তিনি। এরপর ব্যাঙ্ক থেকে ইসরাফিরের বাড়ি নোটিস পাঠানো হয়। নোটিস পেয়ে গা–ঢাকা দেন ওই প্রৌঢ়। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই প্রৌঢ় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বেশ কিছুদিন হল পাড়া–পড়শিদের সঙ্গে মেলামেশাও বন্ধ করেছিলেন। এদিন সকালে ইসরাফিরের বাড়ি থেকে কিছুটা দূরে একটি তেঁতুল গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খালে স্নান করতে গিয়ে স্থানীয়রা তাঁর দেহ দেখতে পান। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

কোন মন্তব্য নেই: