কলকাতা : মঙ্গলবারও ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত বিমান ও ট্রেন পরিষেবা ৷ কলকাতা বিমানবন্দরে ঘন কুয়াশায় দেরিতে বিমান ওঠা-নামা এখন প্রতিদিনকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ তেমনি কুয়াশার কারণে ট্রেন লেটও রোজকার ঘটনা ৷
উত্তরবঙ্গে কুয়াশার জেরে ব্যাহত রেল পরিষেবা। দেরিতে চলছে একাধিক ট্রেন। শিলিগুড়িতে কুয়াশার দাপটে ধীর গতিতে চলছে যানবাহন। দেরিতে চলছে আপ দার্জিলিং মেল, আপ পদাতিক, আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আপ উত্তরবঙ্গ, আপ কামরূপ, ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন অবধ অসম-সহ একাধিক ট্রেন ৷
জাতীয় ও রাজ্য সড়কে দৃশ্যমানতা কম হওয়ায় ধীর গতিতে যান চলাচল। শিলিগুড়ির তাপমাত্রা ১২ ডিগ্রি, কালিম্পং ৬ ডিগ্রি ৷ জাঁকিয়ে শীত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। সঙ্গে ঘন কুয়াশা। নাথুয়াহাটে কুয়াশার জেরে দুর্ঘটনায় আহত ১। মরশুমের সবচেয়ে ঘন কুয়াশায় ঢাকা রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা। কুয়াশার চাদরে ঢাকা মালদহও। মালদহের তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ৷ ঘন কুয়াশার জেরে হাওড়ায় দুর্ঘটনা । হাওড়া-আমতা রোডে শানপুরে দোকানে ঢুকে পড়ে একটি ডাম্পার। ঘটনায় আহত ২। দুর্ঘটনার জেরে যানজট। এরপর গতকাল অভিযুক্ত অভিজিৎ হালদারকে কসবা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৯ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন