নাগাপট্টিনমে মর্মান্তিক ঘটনা, সমুদ্রে ডুবে মৃত্যু ৪ যুবকের - Aaj Bikel
নাগাপট্টিনমে মর্মান্তিক ঘটনা, সমুদ্রে ডুবে মৃত্যু ৪ যুবকের

নাগাপট্টিনমে মর্মান্তিক ঘটনা, সমুদ্রে ডুবে মৃত্যু ৪ যুবকের

Share This


নাগাপট্টিনাম : তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার বেদারানয়াম-এ সমুদ্রে স্নান করার সময় তলিয়ে গেলেন বেশ কয়েকজন পূণ্যার্থী| মঙ্গলবার সকালের মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে চার জন যুবকের| পুলিশ সূত্রের খবর, ‘থাই অমাবস্যা’ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সমুদ্রে পুন্যস্নান করতে নামেন বেশ কয়েকজন পূণ্যার্থী| হঠাত্ই অনেকে সমুদ্রের জলে তলিয়ে যান|

পরে সমুদ্র থেকে চারজন যুবকের নিথর দেহ উদ্ধার হয়েছে| জেলা পুলিশ সুপার দেশমুখ শেখর সঞ্জয় জানিয়েছেন, উদ্ধারকারী দলের তত্পরতায় ১০ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে| মৃত্যু হয়েছে চারজন যুবকের| অসুস্থ অবস্থায় ১০ জনকে প্রথমে বেদারানয়াম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়| পরে তাঁদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় তিরুভারুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

কোন মন্তব্য নেই: