শিলিগুড়িতে শুরু হল বিজ্ঞান মেলা, চলবে বুধবার পর্যন্ত - Aaj Bikel
শিলিগুড়িতে শুরু হল বিজ্ঞান মেলা, চলবে বুধবার পর্যন্ত

শিলিগুড়িতে শুরু হল বিজ্ঞান মেলা, চলবে বুধবার পর্যন্ত

Share This


শিলিগুড়ি  : মঙ্গলবার থেকে শিলিগুড়িতে শুরু হল বিজ্ঞান মেলা। শিলিগুড়ির ভারতী হিন্দি বিদ্যালয়ে এই বিজ্ঞান মেলা শুরু হয়েছে। যার উদ্বোধন করেন দার্জিলিঙের জেলাশাসক জয়শী দাশগুপ্ত সহ প্রশাসনিক আধিকারিকরা। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এদিন বিভিন্ন স্কুল থেকে বিদ্যার্থীরা তাদের তৈরি করা মডেল নিয়ে হাজির হন বিজ্ঞান মেলায়। আগামীকাল পর্যন্ত মেলা চলবে।

এদিকে, এদিন বেশকিছু পড়ুয়া তাদের অভিনব চিন্তাভাবন তুলে ধরেছেন এদিনের বিজ্ঞান মেলায়। শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের দুই ছাত্র বিমল ঘোষ এবং দিশান দে তুলে ধরেছে এক অভিনব মডেল। ওভারলোড ট্রাক ও গাড়ির ফলে বহু সেতু ভেঙে যায়। এই গাড়িগুলি চলাচল নিয়েই প্রশাসনকে সতর্ক করতে এক নয়া মডেল বানিয়েছে তারা। সেতুতে কোনও ওভারলোড গাড়ি উঠলেই বেজে উঠবে এলার্ম। যা পৌঁছে যাবে পুলিসের কাছে। এই এলার্ম শুনতে পাবেন সেতুর আশেপাশের বাসিন্দারাও। এরফলে বড় ধরণের দুর্ঘটনাও এড়ানো যাবে বলে জানিয়েছে নবম শ্রেণীর দুই ছাত্র।

অন্যদিকে, শিলিগুড়ির মাস্টার প্রীতনাথ স্কুলের দশম শ্রেণীর ছাত্র রাজকুমার রায় তুলে ধরেছে রাস্তায় স্পিডব্রেকার। এর মাধ্যমে জ্বলে উঠবে পথবাতি। এই মডেলে সে বুঝিয়েছে বহু রাস্তায় যে স্পিডব্রেকার লাগানো হয়েছে সেই স্পিডব্রেকার দিয়ে সারা দিন বাইক, গাড়ি চলাচল করে। এরফলে যে শক্তির উৎপন্ন হয়, তা একটি ব্যাটারিতে গিয়ে সঞ্চয় হবে। এরফলে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে জ্বালানো যাবে পথবাতি। রাজকুমার রায় বলে, স্পিডব্রেকারের নীচে একটি বিয়ারিং লাগানো থাকে, যা ঘুরে শক্তি সঞ্চয় হবে এবং জ্বলে উঠবে পথবাতি। যা ইতিমধ্যেই নজর কেড়েছে বিজ্ঞান মেলায়।

কোন মন্তব্য নেই: