রায়পুর : ছত্তিসগড়ের সামাজিক সমন্বয় সভা থেকে একতা, অখণ্ডতা আর মানব প্রেমের বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ড. মোহন ভগবত |
দুইদিনের ছত্তিশগড়ে সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ড. মোহন ভগবত | সোমবার রায়পুরের সায়েন্স কলেজে শুরু হয়েছে সামাজিক সমন্বয় সভা | সেখানে একতা, অখণ্ডতা আর মানব প্রেমের বার্তা দিয়ে মোহন ভগবত বলেন, ‘ভবিষ্যতে ভারত বিশ্বের শক্তিধর রাষ্ট্র হয়ে উঠবে। ভারত গোটা দুনিয়ার শীর্ষে উঠবে। ভারতের পরিচয় এবং শক্তি দুনিয়াতে মৌলিক। ভারতকে গোটা বিশ্ব আলাদা নজরে দেখে। কারণ ভারত এমন একটি দেশ যে কোনও দিন অন্য দেশকে লুঠ করেনি। ভারত নিজের পরিশ্রমের মাধ্যমে এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, ক্ষমতা একটা কৃত্রিম বিষয় যা পরিবর্তনশীল। এখান থেকে ওখানে ক্ষমতা চলে বেড়ায়। ক্ষমতা কারও কাছে বেশিদিন থাকে না। ব্যবসা একটা পথ মাত্র। কিন্তু বাজার মানুষকে জুড়তে পারে না। কারণ বাজারের নিজস্ব স্বার্থ রয়েছে। যদি সমাজের হিত করার জন্য প্রতিদিন এক ঘন্টা করে কাজ করা যায় তবে দেশ এগিয়ে যাবে এমনটাই মনে করেন সঙ্ঘ প্রধান ।
তাঁর মতে একটা মশাও অস্থিরতা তৈরি করতে পারে। কিন্তু ভগবান মানুষকে বুদ্ধি দিয়েছে। সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ ওই মশাকে মারতে পারে। এর জন্য মানুষকে রাজা বলা হয়। তিনি বলেন, ভারত আছে তো আমরা আছি। এই একতার মধ্যে আসা কোনও অন্য ভাবনার শক্তি আমাদের আনন্দের নয়, দুঃখের কারণ হবে। যতক্ষণ আমরা এক সঙ্গে আছি ততক্ষণ পর্যন্ত কোন সঙ্কট আসবে না। কিন্তু যদি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কোনও কিছু করি তখন আমাদের একতা নষ্ট হয়ে যাবে | তিনি বলেন, মহৎ কাজ করার জন্য সংস্থানের প্রয়োজন থেকেও বেশি দরকার কাজ করার ভাবনা।
সংস্কৃতি সংস্কার থেকে আসে। সত্যিকারের সুখ বাইরে থেকে পাওয়া যায় না। সুবিধা বাইরে থেকে পাওয়া যায়। ভারতকে কখনও অন্য দেশকে অধিকার করতে হয়নি। অন্য কোনও দেশ থেকে সম্পত্তি লুঠও করতে হয়নি। এটাই ভারতে চারিত্রিক বৈশিষ্ট। সমাজে আমাদের এমন লোককে এগিয়ে নিয়ে আসতে হবে যারা সকলকে নিয়ে চলতে পারে। এই সমাজের প্রত্যেক ব্যক্তি আমাদের এবং আমাদের সংস্কৃতি সকল নিয়েই চলার কথা বলে। যারা দূরে সরে গিয়েছে তাদের কাছে আনতে হবে। ভারতকে সমৃদ্ধশালী করতে আমাদের সমাজের সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে।
দুইদিনের ছত্তিশগড়ে সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ড. মোহন ভগবত | সোমবার রায়পুরের সায়েন্স কলেজের সামাজিক সমন্বয় সভার প্রধান বক্তা ছিলেন ড. মোহন ভগবত | এদিনের সভায় তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন আদিবাসী গোষ্ঠী সমাজের রাজ্য সহ-সভাপতি মহন সিং টেকাম, প্রদেশ সঙ্ঘ চালক বিসরারাম যাদব এবং মহানগর কার্যবাহ উমেশ অগ্রবাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন