লখনউ : রাহুলের সমালোচনায় মুখর হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার তিনি বলেন, কংগ্রেস সভাপতির উচিত নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে উন্নয়নমুখী রাজনীতিতে আরও বেশি করে মনোনিবেশ করা।’ রাহুল গান্ধী এবং কংগ্রেসকে ঠুকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন কংগ্রেস যদি উন্নয়নে মনোনিবেশ করত তবে আমেথির আজ এই দশা হতো না।
এদিকে আমেথিতে এদিন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উন্নয়ন সঙ্গে চিনের তুলনা টেনে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। পাশাপাশি আমেথিতে পোস্টার বিতর্কে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। ওই পোস্টারে দেখা যাচ্ছে রাহুলকে রামের বেশে এবং রাবণ রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে সোমবার আমেথিতে রাহুলের সভা পরে স্থানীয় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসা চরমে ওঠে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন