প্রজাতন্ত্র দিবসের আগে রাজৌরি জেলা থেকে উদ্ধার ৪০ গ্রাম হেরোইন, ধৃত ২ - Aaj Bikel
প্রজাতন্ত্র দিবসের আগে রাজৌরি জেলা থেকে উদ্ধার ৪০ গ্রাম হেরোইন, ধৃত ২

প্রজাতন্ত্র দিবসের আগে রাজৌরি জেলা থেকে উদ্ধার ৪০ গ্রাম হেরোইন, ধৃত ২

Share This


রাজৌরি : হেরোইন পাচার করার অপরাধে দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এদিন রাজৌরি জেলার জম্মু-রাজৌরি হাইওয়েতে কাল্লার চকে তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। হেরোইন পাচার করার অপরাধে দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সাগহার আহমেদ এবং তদারক হুসেন।

পুলিশ সূত্রে দাবি করা এই পাচারের পেছনে কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাচার হওয়া হেরোইনগুলি কোথায় যাচ্ছে তাও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উপতক্যায়।

কোন মন্তব্য নেই: