ঝাড়্গ্রাম : বাড়ীতে ঢুকে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ঝাড়্গ্রাম জেলার জাম্বনী থানার নীমডিহা গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত পরিমল পাতর খুন করার পর এলাকা থেকে পলাতক থানায় এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেননি পুলিশ। অভিযুক্তকে ধরতে পুশিল জঙ্গলে সোমবার রাত পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন। পুলিশ জনিয়েছে নিহত ব্যক্তির নাম প্রানকৃষ্ণ পাতর(৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে প্রানকৃষ্ণ বাবু সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে ঘুমাচ্ছিলেন। প্রানকৃষ্ণ বাবুর ঘরের দরজা খোলাই ছিল। বাড়িতে ওই দিন প্রামকৃষ্ণ বাবু এবং তার স্ত্রী ছিলেন। তাদের ছেলে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। রাত সাড়ে আটটা নাগান পরিমল পাতর ঘরে ঢুকে প্রানকৃষ্ণ বাবুর নাম ধরে ডাকেন। প্রানকৃষ্ণ বাবু ঘুম থেকে উঠতেই তাকে ভারি লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে রক্ত মাখা লোহরা রডটি ফেলে সে যখন পালাচ্ছিল তখন প্রানকৃষ্ণ বাবুর স্ত্রী এবং প্রতিবেশীরা দেখেতে পেয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গিয়ছে প্রানকৃষ্ণ পাতর এবং পরিমল পাতার সম্পকৃত আত্মীয়। রবিবার রাতে রক্তাক্ত প্রানকৃষ্ণ বাবুকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসাপাতালে ভর্তি করানো হলে গভীর রাতে মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত পরিমল সোমবার সকালে নিমডিহা গ্রামের পরের গ্রাম বেলিয়া মোড়ে সাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। স্হানীয় মানুষ জন জানিয়েছে পরিমল সাইকেল ফেলে রেখে বাঘুয়া গ্রাম সংলগ্ন জঙ্গলে গা ঢাকা দেয়। স্থানীয় মানুষ জন আরও জানিয়েছে একটু বেলা বাড়লে পরিমল কে সিরষা ও কুমড়ি জঙ্গল ধরে যেতে দেখা গিয়েছিল। পুলিশ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই খবর পাওয়ার পরই জামবনি থানা এলাকার ওই সব জঙ্গল গুলিতে তল্লাশি শুরু করেছে। জঙ্গল গুলির উপর কড়া নজরদারি রাখছে পুলিশ,সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার ভিলেজ পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে পরিমল পাতরের নিয়মিত যাতায়াত ছিল প্রানকৃষ্ণ বাবুর বাড়িতে। প্রায় দৈনিক যাতায়াত ছিল বাড়িতে এবং বিভিন্ন কাজে পরিমল প্রানকৃষ্ণ বাবুকে সাহায্যও করত। কেন পরিমল এইভাবে প্রানকৃষ্ণ বাবুর উপর চড়াও হয়ে লোহার রড দিয়ে মারল তার কারন এখনো পরিস্কার নয় পুলিশের কাছে। পুলিশ পরিমলকে গ্রেফতার করার চেষ্টার পাশাপাশি এই খুনের পিছনের কারন খুঁজতে তদন্ত শুরু করেছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন “ প্রাথমিকভাবে এটি একটি খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে। পুলিশ অভিযুক্তকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ সব দিক খতিয়ে তদন্ত শুরু করেছে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন