তাড়াতাড়ি স্কুল ছুটি অাশায় প্রথম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাত করল ষষ্ঠ শ্রেণির ছাত্রী, অভিযোগ - Aaj Bikel
তাড়াতাড়ি স্কুল ছুটি অাশায় প্রথম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাত করল ষষ্ঠ শ্রেণির ছাত্রী, অভিযোগ

তাড়াতাড়ি স্কুল ছুটি অাশায় প্রথম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাত করল ষষ্ঠ শ্রেণির ছাত্রী, অভিযোগ

Share This

লখনউ  : প্রথম শ্রেণির এক ছাত্রের উপর ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের ত্রিবেণীনগরের ব্রাইটল্যান্ড ইন্টার কলেজ স্কুলের। কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয় ওই ছাত্রকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

পুলিশকে অাক্রান্ত ছাত্র জানিয়েছে, “প্রতিদিনের মত মঙ্গলবারও স্কুলে গিয়েছিলাম। এরপর ষষ্ঠ শ্রেণির এক দিদি আমাকে ডেকে নিয়ে টয়লেটে যায়। টয়েলেট ঢুকেই আমাকে চড় মারে ওই দিদি। এরপর ধারালো কিছু দিয়ে আমার বুকে পেটে আঘাত করে। কেন মারছে আমি দিদিকে জিজ্ঞাসা করি। সে বলে, আমাকে মারলে স্কুল নাকি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে।” এরপর বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে চলে যায় অভিযুক্ত ছাত্রী। এরপর তার কান্নার আওয়াজ শুনতে পান অমিত সিং চৌহান নামে এক শিক্ষক।

বাথরুমের দরজা খুলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর স্কুলের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়নি। ট্রমা সেন্টারই প্রথমে বিষয়টি পুলিশকে জানায়।
ফোটো দেখে অভিযুক্ত ওই ছাত্রীকে শনাক্ত করেছে অাক্রান্ত ছাত্র। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টয়লেটটিকে সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই ঘটনার তদন্তে পুলিশকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই: