শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ রিষড়া বিধানচন্দ্র কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে - Aaj Bikel
শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ রিষড়া বিধানচন্দ্র কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে

শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ রিষড়া বিধানচন্দ্র কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে

Share This

রিষড়া  : শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠল হুগলির রিষড়া বিধানচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। তাঁর নাম শাহিদ হাসান খান। অভিযোগকারী ছাত্রীও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য।

ছাত্রীর অভিযোগ, প্রায়ই তাঁকে নানাভাবে হেনস্থা করে থাকেন শাহিদ হাসান। ঘটনার দিন তাঁর মোবাইল চান। না দেওয়ায় প্রথমে চড় তারপর ব্যাগ ছুঁড়ে মারা হয়। টেবিলের কাচ তুলেও মারার চেষ্টা করা হয়। বেঞ্চে বসে পড়লে

সেখানে গিয়ে লাথি মারে শাহিদ। ছাত্রীর আরও অভিযোগ, এই ঘটনার পরও একাধিকবার তাঁর গায়ে হাত দেওয়া হয়েছে। কিছু বললে হুমকি দেওয়া হয়। বাড়িতে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই ছাত্রী।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাহিদ হাসান। তাঁর কথায়, “এমন কিছুই হয়নি। তাঁরা ভাল বন্ধু। মজার ছলে এটা হয়েছে। শ্লীলতাহানি বা মারধরের কথা সত্যি নয়। ফাঁসানোর জন্য এধরনের অভিযোগ আনা হয়েছে।” বিধানচন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রমেশ কুমার বলেন, “কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই: