নয়াদিল্লি : উত্তরপূর্বের তিন রাজ্য মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় ১৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে ত্রিপুরায়। মেঘালয়, নাগাল্যান্ডে ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। তিন রাজ্যের ফলাফল ঘোষণা হবে ৩ মার্চ। তিন রাজ্য অর্থাৎ মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হবে যথাক্রমে ৬ মার্চ, ১৩ মার্চ, ১৪ মার্চ। তিনটি রাজ্যেরই ৬০ টি করে বিধানসভা আসন রয়েছে। ত্রিপুরায় মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিন ৩১ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পয়লা ফেব্রুয়ারি। অন্যদিকে মেঘালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিন ৭ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। নাগাল্যান্ডে মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিন ৮ ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, এই নির্বাচনে গোটা দেশের মানুষের নজর থাকবে ত্রিপুরার দিকে। প্রায় ১৯ বছর ধরে মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে বাম শাসন চলছে রাজ্যে। বিগত প্রায় এক বছর ধরে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বিজেপি। জাতীয় এই দলটির তরফ থেকে দাবি করা হয়েছে ওই রাজ্যের একাধিক জায়গায় আক্রান্ত হয়েছে বিজেপি কর্মীরা। পাশাপাশি ত্রিপুরা সাংবাদিক খুনের ঘটনায় জাতীয় শিরোনামে উঠে এসেছে এই বছর। যা নিয়ে গোটা দেশজুড়ে বাম সরকারের নিন্দায় মুখোর গোটা দেশ। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ৫১ টি আসন দখল করে বামেরা।
ছয় বিধায়ক যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল। সম্প্রতি তারা বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপি ছাড়াও রাজ্যের আঞ্চলিক দলগুলির মধ্যে আইপিএফটি, আইএনপিটি। অন্যদিকে গোটা দেশে হাতে গোনা যে কটা রাজ্যে এখনও কংগ্রেস শাসন রয়েছে তার মধ্যে মেঘালয় অন্যতম। গত আট বছর ধরে মেঘালয়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে ২৯ টি আসন পেয়েছিল কংগ্রেস। এই রাজ্যকে কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। অন্যদিকে নাগাল্যান্ডে নাগা পিপল ফ্রন্ট ক্ষয়তায় রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন