ঘন কুয়াশা, ত্রিপুরায় বিঘ্নিত স্বাভাবিক রেল পরিষেবা - Aaj Bikel
ঘন কুয়াশা, ত্রিপুরায় বিঘ্নিত স্বাভাবিক রেল পরিষেবা

ঘন কুয়াশা, ত্রিপুরায় বিঘ্নিত স্বাভাবিক রেল পরিষেবা

Share This

আগরতলা : ঘন কুয়াশার জন্য রাজ্যের রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। দিনে ও রাতে অধিকাংশ সময় ত্রিপুরা ও পার্শ্ববর্তী অসমের বিস্তীর্ণ অঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে। ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে ট্রেন চলাচলে।

রবিবার ভোর থেকে সমগ্র রাজ্য কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। সূর্যালোকর নেই। শনিবারের মতো রবিবারও বেলা ১২টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল গোটা রাজ্য। কয়েক ঘণ্টা সূর্যের আলো পাওয়া গেলেও বিকেল গড়ার আগেই কুয়াশা পড়তে শুরু করছে। ফলে যানবাহন চলাচলে এর ব্যাপক প্রভাব পড়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। রাজ্য থেকে চলাচলকারী প্রায় প্রত্যেকটি ট্রেন দেরিতে চলছে। আগরতলার স্টেশনের ম্যানেজার শনিবার রাতে জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে। ফলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। ঘন কুয়াশার জন্য এই সমস্যা হচ্ছে। অন্যান্য লোকাল এবং এক্সপ্রেস ট্রেনগুলির চলাচলেও যথেষ্ট সমস্যা হচ্ছে। আগামী দু-এক দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম।

কোন মন্তব্য নেই: