৭.৩ মাত্রার ভুমিকম্পে কেঁপে উঠল পেরু, আহত ৬৫ জন - Aaj Bikel
৭.৩ মাত্রার ভুমিকম্পে কেঁপে উঠল পেরু, আহত ৬৫ জন

৭.৩ মাত্রার ভুমিকম্পে কেঁপে উঠল পেরু, আহত ৬৫ জন

Share This

লিমা  : বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। দক্ষিণ পেরুর উপকূলবর্তী এলাকায় রবিবার স্থানীয় সময় সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্টে বলা হয়েছে ভূমিকম্পটি পেরুর দক্ষিণ-পশ্চিম আকারি এলাকার ৩১ কিলোমিটার দক্ষিণে ঘটেছে। ভূমিকম্প এলাকাটিতে সুনামির সতর্কতা জারি হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩।এই ভূমিকম্পে ৬৫ জনের আহত হবার খবর পাওয়া গেছে তাদের মধ্যে কমপক্ষে ২৩ জনই আকারি এলাকার বাসিন্দা। ভূমিকম্প কবলিত বিস্তীর্ণ এলাকাটির বেশির ভাগ অংশই দুর্গম পার্বত্য এলাকা বলে এখনো সব এলাকার খবর এসে পৌঁছায়নি। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। ভূকম্পনের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির আশঙ্কা রয়েছে। যার প্রভাবে উপকূলীয় জলোচ্ছ্বাস হতে পারে। উদ্ধার কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের যে এলাকাটিতে পেরুর অবস্থান সেখানে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে। এজন্য ভূতাত্ত্বিকরা একে ‘অগ্নিবলয়’ বলে অভিহিত করে থাকেন। প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে এক শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠেছিল আকারি।

কোন মন্তব্য নেই: