কাবুল : ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০মিনিট নাগাদ ভূমিকম্প ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্প হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্টে অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল জারমের ৪২ কিলোমিটার দক্ষিণে। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য হিন্দুকুশ এলাকাটি দুর্গম হওয়ার জন্য সেখানে জনবসতি প্রায় নেই বললেই চলে। তাই মৃতের কোনও খবর পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছে আফগানিস্তান প্রশাসনে আধিকারিকরা। কি কারণে এই ভূমিকম্প ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ভূমিকম্পে ঘটনাস্থলে কেউ আটকে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে আফগান প্রশাসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন