কালিম্পঙের সিঙ্কোনা বাংলোতে আগুন, হতাহতের খবর নেই - Aaj Bikel
কালিম্পঙের সিঙ্কোনা বাংলোতে আগুন, হতাহতের খবর নেই

কালিম্পঙের সিঙ্কোনা বাংলোতে আগুন, হতাহতের খবর নেই

Share This


কালিম্পং,  : বিধ্বংসী আগ্নিকাণ্ডে পুড়ে গেল কালিম্পঙের সিঙ্কোনা বাংলো। রবিবার দুপুরে কালিম্পঙের মংপুতে অবস্থিত ওই বাংলোটিতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে যায় গোটা বাংলোতে। দুর্গম এলাকা হওয়ার কারণে দমকল দেরি করে আসে। দুইটি ইঞ্জিন নিয়ে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই।

গোটা এলাকাটি ঘিরে রাখে পুলিশ। কি কারণে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনও নাশকতার কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অনেকদিন ধরে ওই বাংলোতে কেউ থাকত না। বাংলোটির দায়িত্বে ছিল একজন নিরাপত্তাকর্মী। আগুন লাগার পরে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

কোন মন্তব্য নেই: