পাথারকান্দি : পাথারকান্দি থানাধিন মৈনা এডি পুলিশ ক্যাম্পে ফের ধরা পড়ল একটি নতুন নম্বরবিহীন ইয়াহাম্মা মোটর বাইক। সেইসঙ্গে দুটি দামি মোবাইল হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করে পুলিশ ।
জানা গেছে শনিবার শেষরাত চারটা নাগাদ মৈনা এডি ক্যাম্পের পুলিশকর্মী যথাক্রমে মুজিবুর রহমান অভিজিৎ চক্রবর্ত্তি ও আজহার উদ্দিনরা যখন আট নং জাতীয় সড়কে রুটিন ডিউটিতে ব্যস্ত ঠিক তখন একটি দ্রুতগামি বাইক তাদের তাদের সিগন্যাল এড়িয়ে পালাতে থাকে। তখন ক্যাম্পেরকর্মীরা বাইক আরোহীকে চ্যালেঞ্জ জানিয়ে পিছু ধাওয়া করলে বাইক ফেলে গাঁঢাকা দেয় চোর। উক্ত বাইকের ডিকি থেকে উদ্ধার হয় দুটি মোবাইল সেট।পরে বাইক ও মোবাইল সেটগুলো পাথারকান্দি থানায় সমঝে দেন মৈনা এডি ক্যাম্পের পুলিশকর্মীরা ।
উল্লেখ্য যে ইতিপূর্বেও মৈনা এডি ক্যাম্পেরকর্মীরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে একাধিক চুরির বাইক ও অন্যান্য সামগ্রীও আটক করে । এবিষয়ে ওসি ডিম্বেশ্বর ঠাকুরিয়া জানান যে আটক বাইক ও মোবাইলের মালিক এখনও পাওয়া যায়নি। একশো দিনের ভিতর মালিক পক্ষ পাওয়া না গেলে এগুলো সরকারি সম্পদ বলে গণ্য করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন