ধর্ষণের পর বিজেপি কর্মীর কন্যা খুন - Aaj Bikel
ধর্ষণের পর বিজেপি কর্মীর কন্যা খুন

ধর্ষণের পর বিজেপি কর্মীর কন্যা খুন

Share This


আগরতলা : রাজ্যে আবার গণধর্ষিতা যুবতী। খোয়াই জেলার চাম্পাহাউর থানাধীন উথলাবাড়ি থেকে সোমবার এক মহিলার নিথর দেহ উদ্ধার হয়েছে । নিহত মহিলার বয়স ৩৪ বছর। জানাগেছে তার পিতা স্থানীয় বিজেপি কর্মী | ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

শনিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই একই কায়দায় আবার খুন হলেন যুবতী। এবার খোয়াই ধর্ষণের পর উপজাতি মহিলাকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে রাবার বাগানে। খোয়াই জেলার চাম্পাহাউর থানাধীন উথলাবাড়িতে এই ঘটনাটি সংগঠিত হয়েছে। নিহত মহিলার বয়স ৩৪ বছর।ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, যুবতীর দেহ চিহ্নিত করা হয়েছে। যে স্থানে দেহটি পাওয়া গেছে তার থেকে অল্প দূরেই ঐ যুবতির বাড়ি। শ্বাসনালী কেটে যুবতিটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে হত্যার আগে ধর্ষণের বিষয়টিও প্রায় স্পষ্ট। তবে যুবতিটিকে অন্যত্র হত্যা করে রাবার বাগানে এনে ফেলা হয়েছে বলে পুলিশের ধারনা।

পুলিশ আরও জানিয়েছে, দেহটি প্রায় বিবস্ত্রই ছিল। ময়না তদন্তের জন্য দেহ খোয়াই হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই হত্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ ধারনা করছে। যদি চাম্পাহাউর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা স্থলে গিয়ে পৌঁছেছেন বিজেপির মহিলা মোর্চার নেতৃরা। তারা জানিয়েছেন, মেয়েটির পরিবারের লোকেরা দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিল। মেয়েটির পিতা তারাধন দেববর্মার উপর বিজেপির সাংগঠনিক দায়িত্বও রয়েছে।

উল্লেখ করা যেতে পারে, রবিবার দুপুরে ধর্মনগরের প্রত্যেকরায় এলাকায় বিজেপির মহিলা কার্যকর্তা প্রতিমা মালাকারের নিথর দেহ পাওয়া যায়। বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে হত্যার পর পুকুরে তার দেহ ফেলে রাখা হয়।

কোন মন্তব্য নেই: