ত্রিপুরায় নির্বাচনী কাজে দায়িত্ব প্রাপ্তদের মধ্যে রদবদল ও দায়িত্ব-চ্যুতির সম্ভাবনা - Aaj Bikel
ত্রিপুরায় নির্বাচনী কাজে দায়িত্ব প্রাপ্তদের মধ্যে রদবদল ও দায়িত্ব-চ্যুতির সম্ভাবনা

ত্রিপুরায় নির্বাচনী কাজে দায়িত্ব প্রাপ্তদের মধ্যে রদবদল ও দায়িত্ব-চ্যুতির সম্ভাবনা

Share This


আগরতলা : নির্বাচনের আগে রাজ্যের বেশ কয়েকজন ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেবার সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে। একেই সঙ্গে বেশ কয়েকজনের কর্মক্ষেত্রও পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। তাছাড়া কর্মক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের অধিকারিকদেরও।

রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের তরফে অধিকারীদের রাজ্যের আশা শুরু হয়েছে। ইতিমধ্যেই ভোটার তালিকা নিয়ে প্রচুর অনিয়মের অভিযোগ এসেছে। এই অবস্থায় নির্বাচনী কাজে নিযুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। ফলে সৃষ্ট সমস্যা গুলির সমাধান করাই এখন কঠিন হয়ে উঠেছে।

নির্বাচন দফতরের আধিকারিক আরও জানিয়েছেন, দিল্লি থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের রাজ্যে আসার আগেই নির্বাচনী কাজে নিযুক্ত বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। তাদের নিরপেক্ষতা এবং কাজের গতিশীলতা আনার ক্ষেত্রে অনেক খামতি রয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় বেশ কয়েকজন রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। আবার বেশ কয়েকজনের কর্মক্ষেত্রও বদল করা হতে পারে।

নির্বাচন দফতরের আধিকারিক আরও জানিয়েছেন, রাজ্য পুলিশের আধিকারিক স্তরেও বেশ কিছু রদ বদলের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকদেরও ঢালাও হারে বদলি এবং নির্বাচনী কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেবার সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানাগেছে।

এদিকে সম্ভাব্য রদ বদল এবং দায়িত্ব থেকে অব্যাহতি সম্ভাবনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনেও এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

কোন মন্তব্য নেই: