নয়াদিল্লি : উত্তরপ্রদেশ সফররত কংগ্রেস সভাপতির বিরুদ্ধে নিন্দার মুখর হলেন বিজেপির প্রধান সম্পাদক অরুণ সিং। কংগ্রেস সভাপতির মন্দির যাওয়াকে লোক দেখানো বলে কটাক্ষ করে অরুণ সিং বলনে, ‘যদি মন্দির যাওয়ার বিষয়টি রাহুল গান্ধী গুরুত্ব দিত তবে সভাপতি হওয়ার পরে আশীবার্দের জন্য মন্দিরে যেত। তিনি আরও বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পরে আমাদের পরম্পরাই রয়েছে যে, মন্দিরে গিয়ে আর্শীবাদ নেওয়ার। কংগ্রেস সভাপতি হওয়ার পরে তিনি মন্দিরে যাননি। কিন্তু গুজরাট বিধানসভা নির্বাচনের সময় তিনি মন্দিরে গিয়েছিলেন। এর থেকেই প্রমাণিত তিনি শুধু লোক দেখানোর জন্য মন্দিরে যান।
রাহুল গান্ধীকে অভাগা কটাক্ষ করে অরুণ সিং আরও বলেন, ‘কংগ্রেস একটার পর একটা নির্বাচন হেরেই চলেছে। এমনকি গান্ধী পরিবারের শক্ত ঘাটি বলে পরিচিত আমেথির বরোতেও হেরে গিয়েছে কংগ্রেস। পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে আমেথি বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে।
উল্লেখ্য, এদিন আমেথিতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উন্নয়ন সঙ্গে চিনের তুলনা টেনে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। এরপরই রাহুলের বিরুদ্ধে সরব হন বিজেপি নেতারা | এদিন রাহুল গান্ধীর সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও | সোমবার তিনি বলেন, কংগ্রেস সভাপতির উচিত নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে উন্নয়নমুখী রাজনীতিতে আরও বেশি করে মনোনিবেশ করা।’ আদিত্যনাথ বলেন কংগ্রেস যদি উন্নয়নে মনোনিবেশ করত তবে আমেথির আজ এই দশা হত না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন