রায়গঞ্জ : তীব্র শীতের হাত থেকে বাঁচতে আগুন পোয়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর এলাকায়। মৃত ওই বৃদ্ধার নাম গঙ্গা শর্মা(৮২)। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দেবীনগরের বাসিন্দা গঙ্গা শর্মা মাটির পাত্রে আগুন জ্বালিয়ে পাশের বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় আচমকাই তাঁর পড়নের শাড়িতে আগুন লেগে অর্ধদগ্ধ হয়ে পড়েন ওই বৃদ্ধা। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের বার্ণ ইউনিটে তাঁকে ভর্তি করা হলে এদিন সকালে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, গত শনিবার একইভাবে মৃত্যু হয়েছিল পানিশালা এলাকার এক বৃদ্ধার।
প্রবল শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে বাড়ির উঠোনে আগুন জ্বালিয়ে বসেছিলেন বাকিয়া খাতুন। সেই সময় আচমকাই তাঁর পড়নের শাড়িতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হলে তাঁর মৃত্যু হয়।উত্তুরে ঠান্ডা হাওয়ায় দাপটে শীত জাঁকিয়ে বসেছে শহরে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন