রাত পোহালেই পুণ্যস্নান, গঙ্গাসাগরে মৃত চার - Aaj Bikel
রাত পোহালেই পুণ্যস্নান, গঙ্গাসাগরে মৃত চার

রাত পোহালেই পুণ্যস্নান, গঙ্গাসাগরে মৃত চার

Share This

সাগরদ্বীপ  : রাত পোহালেই গঙ্গাসাগরের পুণ্যস্নান। বাড়ছে পুণ্যার্থীর ঢল। এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও ছন্দপতনের খবর মেলেনি। তবে সূত্রের খবর, সাগরমেলায় আসা চার জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
মেলার দায়িত্বপ্রাপ্ত রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শনিবার বিকেলে সাংবাদিকদের জানান, “যাতায়ত মিলিয়ে এখন পর্যন্ত মেলায় প্রায় ২০ লক্ষ লোকের হিসাব পাওয়া যাচ্ছে। “চার পুণ্যার্থীর মৃতু্র খবরের সত্যতা স্বীকার করলেও তিনি বা প্রশাসনের কেউ বিস্তারিত জানাতে পারেননি। সুব্রতবাবু বলেন, “ওঁদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এত লক্ষ লক্ষ বয়স্ক লোক এভাবে এখানে আসেন, কয়েক জনের স্বাভাবিক মৃত্যু হতেই পারে!“

এদিনের সংবাদ সম্মেলনে রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন, “এত বড় অথচ সুন্দর, আধুনিক মেলা আর কোথাও আছে কি না সন্দেহ। এর পূর্ণ কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত কয়েক বছরে এই মেলার মান অনেক উন্নত হয়েছে। আগামী বছর পরিষেবার মান আরও ভাল হবে।”

কোন মন্তব্য নেই: