আগরতলায় ১৯টি বগিতে করে আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় আধা-সেনা - Aaj Bikel
আগরতলায় ১৯টি বগিতে করে আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় আধা-সেনা

আগরতলায় ১৯টি বগিতে করে আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় আধা-সেনা

Share This

আগরতলা  : নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। এর আগেই রাজ্যে চলে আসছে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। আরও ১৯টি বগিতে করে এসে গেছেন আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা। ফলে মনে করা হচ্ছে, যে কোনও সময় রাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে।

অনেকেই বলেছেন, এর আগে কখনোই রাজ্যে নির্বাচন ঘোষণার আগে এত বিপুল সংখ্যার অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আসেনি। এবারই তার ব্যতিক্রম। প্রশাসনের তরফে অবশ্য এখনও সংশ্লিষ্ট বিষয়ে কোনও ধরনের ব্যাখ্যা কিংবা স্পষ্টীকরণ দেওয়া হয়নি।

শনিবার ট্রেনের ১৯টি বগিতে করে ২৫ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান আগরতলা স্টেশনে এসে পৌঁছেছেন। রেলের আধিকারিকরা কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর ব্যাপক হারে আগমনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। উল্লেখ্য, আজকের আগে কয়েক দফায় বেশ কিছুসংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসেছেন রাজ্যে।

এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে নির্বাচন ঘোষণার আগে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী রাজ্যের সর্বত্র, এমন-কি বুথস্তর পর্যন্ত মোতায়েনের জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিল। নির্বাচন কমিশনও এ বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বাস দিয়েছে। শনিবার এবং এর আগে থেকে এর স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গেছে।

এদিকে, রাজ্যে যে কোনও সময় নির্বাচন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন মহল থেকে অনুমান করা হচ্ছে। ত্রিপুরার সঙ্গে মেঘালয় এবং মিজোরামে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে আগামী মাসে। রাজ্যের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল ভোটের নির্ঘণ্টের জন্য এখন অপেক্ষায়। কিন্তু এভাবে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে চলে আসায় বিভিন্ন মহলে শঙ্কাও বেড়েছে।

কোন মন্তব্য নেই: