মুম্বই : মুম্বই বিমানবন্দরের আগুন | শনিবার দুপুরে মুম্বই বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে হঠাৎই আগুন ধরে যায়। একাধিক ওয়াটার জেট ও দমকলের সাহায্যে দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন দমকলকর্মীরা।এই ঘটনায় ক্ষয়-ক্ষতির কোনও খবর নেই। উড়ান পরিষেবা ব্যাহত হয়নি।
বৃহন্মুম্বই পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, শনিবার দুপুরে মুম্বই বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে হঠাৎই আগুন ধরে যায়। গ্রাউন্ড ফ্লোরের কনফারেন্স হল থেকে আগুন ছড়িয়ে পড়ে ৯ নম্বর গেটের কাছে একটি লাউঞ্জের প্রথম তলে। তৎক্ষনাত পরিস্থিতি মোকাবিলায় নামে একাধিক একাধিক ওয়াটার জেট ও দমকল | ওই আধিকারিক জানিয়েছেন, আগুন নেভাতে তিনটি ওয়াটার জেট, আটটি ইঞ্জিন ও ৬টি জেটির সাহায্যে দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন দমকলকর্মীরা। ক্ষয়-ক্ষতির কোনও খবর নেই। উড়ান পরিষেবা ব্যাহত হয়নি।
বিমানবন্দরের এক আধিকারিক বলেছেন, যে লাউঞ্জে আগুন লেগেছিল, সেটি টার্মিনাল বিল্ডিং থেকে কিছুটা দূরে। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন