বালুরঘাট : ৪ বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলার কামারপাড়া এলাকার ২১ টি আদিবাসী পরিবার তাদের বাড়িতে শৌচাগার নির্মানের জন্য গ্রাম পঞ্চায়েতে ৯০০ টাকা করে জমা দিয়েছিল।
সে সময় বাকি টাকা সরকারী ভর্তুকি দিয়ে জেলা পরিষদের তরফে ওই সব বাড়িতে শৌচাগার নির্মানের কথা ছিল। এরপরে অনেক জল গড়িয়েছে। একাধিকবার এই সব পরিবারের লোকজন স্থানীয় অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতে গিয়ে আবেদন নিবেদন করেও শৌচাগার তৈরী করাতে পারেন নি।
কিছুদিন আগেই কামারপাড়া গ্রাম সংসদকে নির্মল সংসদ ঘোষণা করা হয়েছে। ফলে টাকা জমা দিয়েও শৌচাগার তৈরী বিশ বাঁও জলে। এই অবস্থায় শনিবার সাত সকালে মিশন নির্মল বাংলার প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন গাড়ি চালক। পরে সরকারী কাজে বাঁধা দেবার অভিযোগে দুজনকে আটক করে বালুরঘাট থানার পুলিস। চাঞ্চল্যকর এই ঘটনা বালুরঘাট থানার কামারপাড়া এলাকায় ঘটে। কামারপাড়া এলাকার বাসিন্দা সোনামনি হেমরম, সোনালী মার্ডি, রানী টুডু জানায়, গত ৪ বছর আগে তারা বাড়িতে শৌচাগার তৈরীর জন্য ৯০০ টাক করে জমা দিয়েছিলেন। কিন্তু আজও শৌচাগার তৈরী করেনি। প্রশাসনের তরফে ইতিমধ্যেই এই গ্রাম সংসদকে নির্মল ঘোষণা করা হয়েছে।
তাদের অভিযোগ, শৌচাগার না থাকায় রাতের অন্ধকারে অন্যের জমিতে চুপ করে গিয়ে শৌচকর্ম করতে যেতে হয়। প্রায়শই ওই সব মালিকদের সঙ্গে গোলমাল বাধে তাদের। দিনের বেলা শৌচকর্মের প্রয়োজন হলে আশপাশের জঙ্গলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। পরিবারের নতুন করে শৌচাগার তৈরীর সামর্থ্য না থাকায় চরম সমস্যায় পড়েছেন তারা। এই এলাকার ৩ জন ছাত্রী অষ্টম শ্রেণী পাশ করেছে। বাড়িতে শৌচাগার না থাকায় তাদের পাশের সার্টিফিকেট দেওয়া হয়নি বলে অভিযোগ এই সব পরিবারের। পূর্ণিমা হেমরম, সোমা হাঁসদা, স্বর্ণালী হেমরম নামে বালুরঘাট থানার কুরমাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৩ ছাত্রী জানায়, তাদের বাড়িতে শৌচাগার না থাকায় খুবই বিপদে পড়েছে তারা। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে অন্যের জমিতে যেতে হয়। দিনের বেলা স্কুল ছাড়া বিকল্প কোনো জায়গা নেই শৌচকর্মের জন্য। খুবই বিপদে রয়েছে বলে তারা জানায়।
অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত সদস্য শীতল সরকার জানায়, বহুদিন আগেই ওই টাকা জমা দেওয়া হয়েছে। ৬২ টি পরিবারের টাকা জমা দেওয়া হয়েছিল। যার মধ্যে ৪১ টি পরিবারে শৌচাগার তৈরী করে দেওয়া হলেও বাকি ২১ টি পরিবার আজও শৌচাগার পায়নি। বারবার জেলা প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থাই হয়নি বলে তিনি জানান।
এদিন সকালে প্রচারের মাইক বন্ধ করে দেবার অপরাধে ও সরকারী কাজে বাধা দেবার ঘটনায় এলাকার বাসিন্দা বিধান মার্ডি ও মনতোষ টুডু নামে কামারপাড়া এলাকার বাসিন্দা দুজনকে আটক করে বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট থানার আই সি সঞ্জয় ঘোষ জানান, সকালে মিশন নির্মল বাংলার প্রচারে গেলে স্থানীয় কয়েকজন যুবক তা বন্ধ করে দেয়। সরকারী কাজে বাধা দেবার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন