কলকাতা : রোগির মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল নীলরতন সরকার হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে হাসপাতালের জুনিয়র চিকিৎসক লেন্ডিং ওয়াবাংকে ঘুষি মারার অভিযোগ ওঠে মৃতের বাবার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রাতেই কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের তরফ থেকে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে শনিবার কর্মবিরতি তুলে নেন জুনিয়র ডাক্তাররা। পরে এন্টালি থানার পুলিশ অভিযুক্ত নারায়ণ রায়কে গ্রেফতার করে। জানা গিয়েছে, নিউটাউনের বাসিন্দা নারায়ণ রায়। শুক্রবার সকালে তাঁর ছেলের হৃদরোগজনিত সমস্যা হলে তাঁকে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যু ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, ডিউটিতে থাকা জুনিয়র ডাক্তার তাঁর ভুল চিকিৎসা করেছেন। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
ওই সময় নারায়ণ রায় জুনিয়র ডাক্তার লেন্ডিং ওয়াবাংকে ঘুষি মারেন বলে অভিযোগ। ঘটনা ঘিরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মৃতের পরিবারের বিবাদ শুরু হয়। এই ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে রাতেই কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এন্টালি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন