পাথারকা‌ন্দি‌তে ষোল প্রহর হ‌রিনাম যজ্ঞ ২৫-২৬ জানুয়া‌রি - Aaj Bikel
পাথারকা‌ন্দি‌তে ষোল প্রহর হ‌রিনাম যজ্ঞ ২৫-২৬ জানুয়া‌রি

পাথারকা‌ন্দি‌তে ষোল প্রহর হ‌রিনাম যজ্ঞ ২৫-২৬ জানুয়া‌রি

Share This

পাথারকা‌ন্দি‌   : প্রতি বছরের মত এবারও পাথারকান্দিতে ষোল প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ এবং ২৬ জানুয়ারি পাথারকান্দি টাউন কালীবাড়িতে অনুষ্ঠেয় ষোল প্রহর হরিনাম সংকীর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোরদার প্রস্তুতি শুরু করেছেন কীর্তন পরিচালন সমিতির কর্মকর্তারা।
উদ্যোক্তারা জানান, ২৪ তারিখ সন্ধ্যায় শুভ অধিবাসের মাধ্যমে মহাসংকীর্তনের সূচনা হবে।

 এতে শ্রীহরিনাম কীর্তন পরিবেশন করবেন বরাক উপত্যকার বাসুদেব সম্প্রদায়, শ্রীশ্রী জগন্নাথ সম্প্রদায়, স্বর্ণময়ী সম্প্রদায়, সুবলসখা সম্প্রদায় এবং মনোহরি সম্প্রদয়ের মতো খ্যাতনামা কীর্তনীয়া দল। ২৫ ও ২৬ তারিখ সারা দিনরাত নাম কীর্তনের পর ২৭ তারিখ সকালে নগর পরিক্রমা, দধিভাণ্ড ভঞ্জন ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে বাৎসরিক হরিনাম মহাসংকীর্তনের প‌রিসমাপ্তি ঘটবে।

এছাড়া দুদিনব্যাপী হরিনাম সংকীর্তনে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। সনাত‌নি ধর্মীয় অনুষ্ঠানে বৃহত্তর এলাকার সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দের সহযোগিতা ও উপস্থিতি কামনা করছেন টাউন কালীবাড়ি কীর্তন পরিচালন সমিতির সভাপতি বিজয় শর্মা ও সাধারণ সম্পাদক বিষ্ণু সাহা।

কোন মন্তব্য নেই: