ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং, দুই ম্যাচ অাগেই সিরিজ জয় নিউজিল্যান্ডের - Aaj Bikel
ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং, দুই ম্যাচ অাগেই সিরিজ জয় নিউজিল্যান্ডের

ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং, দুই ম্যাচ অাগেই সিরিজ জয় নিউজিল্যান্ডের

Share This

ওয়েলিংটন  : ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত হল পাকিস্তান। বাঁহাতি এই ফাস্ট বোলারের ঝোড়ে মাত্র ৭৪ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ১৮৩ রানের বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে কিউইরা ২৫৭ রান করে। জবাবে বোল্টের পাঁচ উইকেটে কোন প্রতিরোধই করতে পারেনি পাকিস্তান। ডুনেডিনে ২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। এক পর্যায়ের ১৬ রানে ছয় উইকেট পড়ে যায়। ভয়ঙ্কর বোল্ট উইকেট নেওয়ার নেশায় মেতে ওঠেন। দলের শেষ দুই ব্যাটসম্যান মহম্মদ আমির (১৪) ও রুম্মান রাইস (১৬) সর্বোচ্চ রানের ইনিংস খেলেন।বোল্ট ৭.২ ওভারে ১৭ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। কলিন মুনরো ও লোকি ফার্গুসন দুটি করে উইকেট নেন।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলরের হাফসেঞ্চুরিতে সম্মানজনক স্কোর গড়ে কিউইরা। দলীয় সর্বোচ্চ ৭৩ করেন উইলিয়ামসন। অভিজ্ঞ টেইলরের ব্যাট থেকে আসে ৫২ রান। পাকিস্তান বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন রাইস ও হাসান আলি। স্পিনার শাদাব খান দুটি উইকেট তুলে নেন। আগামী মঙ্গলবার হ্যামিল্টনে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই: