মুজাফফরনগর : পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| তাও আবার উত্তর প্রদেশেই| শনিবার ভোররাত ১.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের শামলি জেলায় লাইনচ্যুত হয়ে যায় শামলি প্যাসেঞ্জার ট্রেন (৫৪০৫৮)-এর ইঞ্জিন| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| রেল সূত্রের খবর, শামলি থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল শামলি প্যাসেঞ্জার ট্রেনটি| ভোররাত ১.৩০ মিনিট নাগাদ আচমকাই রেললাইন থেকে নিচে নেমে যায় প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কী কারণে বেলাইন হল প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন, তা তদন্ত করে দেখা হচ্ছে|
রেল দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন রেলের পদস্থ কর্তা ও রেলের ইঞ্জিনিয়াররা| ক্রেনের সাহায্যে বেলাইন হয়ে যাওয়া প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনটিকে রেললাইনে তোলা হয়| এরপর প্রায় ঘন্টাখানেক পর অন্য একটি ইঞ্জিনের সাহায্যে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় শামলি প্যাসেঞ্জার ট্রেন (৫৪০৫৮)| প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন বেলাইন হয়ে যাওয়ায় দিল্লি-শাহারানপুর শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে| ঘন্টা দুয়েক পরে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক হয়|
উল্লেখ্য, চলতি মাসের ৮ জানুয়ারি উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় আলাপুর-এর কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির ৮টি বগি| ওই রেল দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর ছিল না| টাইলস বোঝাই মালগাড়িটি রাজকোট থেকে অসম অভিমুখে যাচ্ছিল| আচমকাই কোতয়ালী থানার অন্তর্গত আলাপুরে, সফীপুর গ্রামের কাছে (বারাবাঙ্কি রেল স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ১৭৫ নম্বর গেটের কাছে) বেলাইন হয়ে যায় মালগাড়ির ৮টি বগি| রেললাইন থেকে মালগাড়ির ৮টি বগি বেলাইন হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় রেল ট্র্যাক|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন