শহীদ ও অক্ষম জওয়ানদের সন্তানদের জন্য নয়া আবাসিক স্কুল চালুর সিদ্ধান্ত - Aaj Bikel
শহীদ ও অক্ষম জওয়ানদের সন্তানদের জন্য নয়া আবাসিক স্কুল চালুর সিদ্ধান্ত

শহীদ ও অক্ষম জওয়ানদের সন্তানদের জন্য নয়া আবাসিক স্কুল চালুর সিদ্ধান্ত

Share This
 
নয়াদিল্লি: শহীদ এবং শারীরিক ভাবে অক্ষম জওয়ানদের পরিবারের ছেলে-মেয়েদের জন্য আবাসিক স্কুল করা হবে বলে শনিবার জানিয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত৷ এই বিষয়ে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার৷ 
 
ইতিমধ্যে সেই স্কুল তৈরি করার জন্যে প্রাথমিক ভাবে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র সরকার বলে এদিন জানিয়েছেন রাওয়াত৷ পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের পড়াশুনা চানানোর জন্য অনুদান হিসেবে যাতে ১০ হাজার টাকা করে দেওয়া যেতে পারে সেই ব্যাপারে ভাবনা চিন্তা চলছে বলে এদিন তিনি জানিয়েছেন৷ তিনি জানান, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অথবা অক্ষম শহীদ জওয়ান পরিবার গুলির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ভাবে দু’টি আবাসিক স্কুল তৈরি করা হবে৷ দিল্লির সংস্কৃত স্কুলের আওতায় অন্তর্ভুক্ত করা হবে এই স্কুলগুলিকে বলেও তিনি জানান৷ 
 
পরিস্কার ভাবে না জানাতে পারলেও তিনি আশা প্রকাশ করেছেন, এই দু’টি স্কুলের মধ্যে একটি হবে পাঠানকোর্টে অপরটি সম্ভবত ভোপাল অথবা সেকেন্দ্রবাদে গড়ে তোলা হবে৷ তিনি বলেন, যদি কোন কারনে কেন্দ্র এই স্কুলগুলির ব্যয়ভার বহন না পারে সেক্ষেত্রে ভারতীয় সেনাই এই স্কুলগুলির ব্যয়ভার বহন করবে৷ 
 
তিনি আশা প্রকাশ করেন আগামী ৩-৪ বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হবে৷ আওয়াত এদিন জানিয়েছেন, এই স্কুলগুলি থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পাশ করে বের হবে তাদের সেনা বাহিনী নিয়ন্ত্রিত কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে৷ এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, অনেক সময় কেন্দ্রের আর্থিক অনুদানের অপব্যবহার হয়৷ সে ক্ষেত্রে অনুদানের ব্যবহারকারীর প্রয়োজন খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে৷

কোন মন্তব্য নেই: