কানে হেডফোন, আপ কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় নিহত যুবক - Aaj Bikel
কানে হেডফোন, আপ কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় নিহত যুবক

কানে হেডফোন, আপ কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় নিহত যুবক

Share This

বারাকপুর  : শীতের সকালে কানে হেডফোনে গান শুনতে শুনতে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের৷ শনিবার এই ঘটনা ঘটেছে বারাকপুর স্টেশনে | আপ কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় আহত যুবককে চিকিৎসার জন্যে কলকাতায় আনার পথে মৃত্যু হয় তাঁর |

বাবার স্কুটারে চেপে বারাকপুর স্টেশনে এলেও কর্মস্থলে পৌঁছান হল না টিটাগড়ের তালপুকুরের শঙ্খদীপ মুখোপাধ্যায় (২১)-এর । কাল হল তাঁর শখের গান শোনা | শনিবার শীতের সকালে কানে হেডফোনে গান শুনতে শুনতে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা লাগে শঙ্খদীপের | আপ কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় আহত শঙ্খদীপকে চিকিৎসার জন্যে কলকাতায় আনার পথে তাঁর মৃত্যু হয় |

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শঙ্খদীপ অন্যান্য দিনের মতই শনিবার সকালে বেরিয়েছিল কলকাতায় তার বেসরকারি কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার জন্য৷ তার দুই কানেই বড় হেডফোন লাগানো ছিল৷ সকালের আপ কাটোয়া লোকাল যে হর্ন দিতে দিতে বারাকপুর রেল স্টেশনে ঢুকছিল তা দেখতে ও শুনতে পায়নি শঙ্খদীপ৷ ওই আপ ট্রেনের ধাক্কায় মারাত্মক জখম হয়েছিল সে৷ সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পরে তাঁকে দ্রুত কলকাতায় আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শঙ্খদীপের৷ এই ঘটনায় টিটাগড় তালপুকুর এলাকায় শোকের ছায়া নেমেছে৷

কোন মন্তব্য নেই: