চূড়ান্ত ভোটার তালিকায়ও প্রচুর ভুয়ো নামের সন্ধান - Aaj Bikel
চূড়ান্ত ভোটার তালিকায়ও প্রচুর ভুয়ো নামের সন্ধান

চূড়ান্ত ভোটার তালিকায়ও প্রচুর ভুয়ো নামের সন্ধান

Share This


আগরতলা  : রাজ্যে ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগকে ঘিরে চাপের মুখে রয়েছে রাজ্য নির্বাচন দফতর। বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে বিরোধী দলের নেতা-কর্মীরা বিস্তর অভিযোগ তুলে দিচ্ছেন মহকুমা ও জেলা প্রশাসনের কাছে।

সোনমুড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি-র সহসভাপতি সুবল ভৌমিক সংশ্লিষ্ট বিষয়ে বলেন, "রাজ্যে ৬০টি বিধানসভা কেন্দ্রেই প্রচুর ভুয়ো ভোটার রয়েছেন। বিজেপি-র নেতা ও কর্মীরা ভুয়ো ভোটারদের চিহ্নিত করছেন। এক্ষেত্রে পৃষ্ঠাপ্রমুখরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম এখনই বাদ দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনকে বিষয়গুলি জানানো হয়েছে। এক্ষেত্রে ভুয়ো ভোটারদের নামে যাতে অন্য কেউই মতদান করতে না পারেন তার জন্য বিশেষ ব্যবস্থাদি নেবে নির্বাচন কমিশন।"

তিনি আরও বলেন, "রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রায় একই স্থিতি রয়েছে। শুধু সোনামুড়া বিধানসভা কেন্দ্রেই এক হাজারের বেশি ভুয়ো ভোটার চিহ্নিত করা হয়েছে। এঁদের মধ্যে রাজ্য মন্ত্রিসভার সদস্য শহিদ চৌধুরীর আমেরিকা নিবাসী মেয়ে এবং ভাতিঝির নাম রয়েছে। আবার শহিদ চৌধুরীর আরেক ভাতিজি বাংলাদেশি নাগরিক হলেও তার নাম ভোটার তালিকায় রয়েছে। সোনামুড়া বিধানসভা কেন্দ্রে এক হাজার বেশি অবৈধ ভোটারের নাম পাওয়া গেছে। আবার সোনামুড়ার পার্শ্ববর্তী ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বক্সনগর বিধানসভা কেন্দ্রে দুই হাজার বেশি ভুয়ো ভোটার পাওয়া গেছে।"

প্রাক্তন বিধায়ক তথা বিজেপি-র সহ-সভাপতি সুবল ভৌমিক আরও বলেন, "রিটার্নিং অফিসারের কাছে তথ্য প্রমাণ-সহ এগুলি জমা করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ নিচু স্তরের আধিকারিকরা মানতে চাইছেন না। মুখ্য নির্বাচন আধিকারিকের নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে না। স্থানীয় শাসকদলীয় নেতাদের নির্দেশ অনুযায়ী কাজ করছেন কিছু নির্বাচনের কাজে নিযুক্ত স্থানীয় কর্মচারী। তবে বিজেপি ভুয়োদের চিহ্নিত করে রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেবে। আর সে অনুযায়ী ভুয়ো নামে মতদানের প্রচেষ্টা রুখবে নির্বাচন কমিশন।

কোন মন্তব্য নেই: